মুক্ত আকাশে বাতাসে দুলে
উড়ছে দেখ ঘুড়ি
তাহার মতো মনটা আমার
বলছে একটু উড়ি।
পাহাড় বুকে ঝর্ণা দেখে
বলছে আমার মন
তাহার মতো হওনা তুমি
তৃষ্ণা করো নিবারণ।
সাগর দেখে মনটা আমার
বলছে উদার হতে
দুঃখ গুলো লুকিয়ে রেখে
সুখ বিলিয়ে দিতে।
বৃষ্টি হলে মনের কথা
হওনা ঝড়ের মতো
হৃদয়ের সব পাপ ধুয়ে
করে দাও দূরীভূত।