উজান থেকে যা আসবে
করবো তারে আদর
দাদা যদি পাঠায় মেহমান
বন্য হাতি, বাঁদর।

দাদা আমার ভালোই চায়
যদিও দিছে বাঁধ
আমার যদি ক্ষেত না হয়
দাদা দিবে ভাত।

দাদা আমার ক্ষতি চায়না
আবার প্রমাণ হলো
সারা বছর পানি জমিয়ে
বর্ষায় ফিরিয়ে দিলো।

বাঁধের পানি ধেয়ে এসে
করে দিক বরবাদ
দাদার দেশের পানি তো ভাই
মোদের আশীর্বাদ।

গঙ্গায় আর ভ্রমন করে
করতে হবে না স্নান
গঙ্গার পানি এসেই মোদের
করছে পূণ্যবান।

গঙ্গায় স্নান করতে দিদির
কতো দিনের স্বাদ
তাইতো দাদা খুলে দিলেন
গঙ্গা পাড়ের বাঁধ।