তুমি হয়ো নাকো
এমন গাছের মতো
যার নিচে জন্মেনা
কোন গাছ।
তুমি হও এমন
গাছের মতোন
যার থেকে হবে
গাছের বাগান।
করেছি যতো
ভুল মোরা
করি শপথ আজ
সংশোধন করে
সাজাবো মোদের
দিনের সকল কাজ।
নতুন শপথে
নতুন সাজে
শুরু হোক
পথচলা।
আসিবে বিপদ
আসিবে বাঁধা
ধৈর্য ধরে
চলিবো মোরা।
সামনে আছে
আশার আলো
দ্রুত সবাই
এগিয়ে চলো।
বিজয়ের লক্ষ্যে
শুরু হোক পথচলা
তাহলেই পাবে
জয়ের মুকুট মালা।