কি হলে যে দেশে
ভাবছি বসে বসে
নদীর মাঝে কেন
লাশ উঠছে ভেসে।

টিভির পর্দা খুলে
আঁতকে উঠি শুনে
হিসেব ছাড়া খুন
হচ্ছে প্রতি দিনে।

প্রত্রিকা গুলো পড়ে
চোখে জলে ভরে
কি করে সন্তানে
বাপ মা খুন করে।

অবৈধ প্রেম করে
পেটে সন্তান ধরে
নিজের সন্তান মা
পেটেই খুন করে।

দলীয় কুন্দলে
যাচ্ছে প্রাণ ঝরে
গাড়ির চাপায় পরে
মানুষ দেখ মরে।

ঘরে থাকলে খুন
বাহিরে গেলে গুম
স্বাধীন ভাবে চলা
যায়না কথা বলা।

এভাবে চললে দেশ
পথ হারাবে বাংলাদেশ।