নদীর ধারে
ছবির মতো
আমার সোনার গাঁ
অনেক স্মৃতি
মিশে আছে
ভুলতে পারি না।
নদীর মাঝে
সবার সাথে
হাবুডুবু খেলা
চরতাম আবার
সবাই মিলে
কলাগাছের ভেলা।
স্কুল থেকে
পালিয়ে গিয়ে
আম বাগানে চুরি
কে উঠেছে
আম গাছেতে
চেঁচিয়ে উঠতেন বুড়ি।
রাত্রি হলে
দাদীর কাছে
বসতো গল্পের আসর
গল্প শুনে
নিদ্রায় যেতাম
উঠে দেখতাম ফজর।
সকাল হলেই
পাটি নিয়ে
মসজিদেতে যেতাম
ইমাম থেকে
অনেক কিছু
ধর্মীয় শিক্ষা পেতাম।
দুপুর হলে
খেলার মাঠে
কতো জাতের খেলা
ঢাংগুলি বা
গোল্লাছুট
এভাবেই যেতো বেলা।
বোশেখ এলে
হতো আবার
অনেক বড় মেলা
বন্দুক কিনে
খেলতাম আবার
চুর পুলিশ খেলা।
মেয়েরা কিনতো
খেলনা পুতুল
বিয়ে দিতো সকাল দুপুর
কিনতো আরো
হাড়ি পাতিল
সাথে তাদের পায়ের নুপুর।
স্মৃতি ভাসে
কান্না আসে
পারতাম যদি ফিরে যেতে
দুঃখ নাই
শুধুই সুখ
এমন জীবন ফিরে পেতে।