একাত্তরের স্মৃতি গুলো
আজো মোরা ভুলি নাই
আজো দেখ রক্তের দাগ
বাংলা থেকে মুছে নাই।
স্মৃতির পাতায় আজো ভাসে
মা বোনদের সম্ভ্রমহানি
চেয়ে দেখ আজো কতো
ঝরছে মায়ের চোখের পানি।
এতো কিছু ত্যাগ হয়েছে
যে বঙ্গকে স্বাধীনের লাগি
স্বাধীন দেশে আজো কেন
চলছে এতো হানাহানি।
স্বাধীনতা যেন হারিয়ে গেছে
পরাধীনতার জিঞ্জীরে
দেশটাকে যেন দখল নিয়েছে
শয়তান আর খিঞ্জীরে।
এক যায়গাতে স্বাধীন হয়ে
আরেক যায়গায় হচ্ছি বন্দী
দেশ বিক্রিতে চলছে কতো
হরেক রকম সন্ধি।
এমন স্বাধীনের জন্য কি
লক্ষ জীবন দান
অকারনে কেন গ্রামে গঞ্জে
যাচ্ছে চলে প্রাণ।
মানুষে মানুষে নেই ভালবাসা
নেই আজ সম্প্রীতি
এমন দেশের জন্য কি মোরা
গেয়েছিলাম প্রেমগীতি।
স্বাধীন দেশকে খুঁজে ফিরি আজো
আশায় বাধি বুক
আবারো এদেশের জনগণ জেগে
আনবে শান্তি সুখ।