উঠছে সূর্য
ডাকছে পাখি
তখনো যে
ঘুমিয়ে আছি।
ঘুম ভাঙ্গাতে
দুষ্ট নিশী
মিষ্টি করে
দিলো ঘুসি।
দিলাম ধমক
গেলে বুঝি
আর ডাকিলে
মার যে খাবি।
কাঁদছে নিশী
বলছে মাসি
কেউ তোমাকে
মারছে বুঝি।
ভাইয়া ঘুমায়
দিনদুপুরে
উঠতে আমি
ডাকছি তাকে
এই কারনে
বকছে আমাকে।
বলছে মাসি
উঠুক সে
এমন শাস্তি
দিবো যে
এতো সাহস
দিলো কে!
ভাইয়া যখন
জেগেছে
নিশী নিশী
ডাকছে
নিশী তখন
অভিমানে
দূরে দূরে
থাকছে।
ভাইয়া তখন
সরি বলে
বুকে তাকে
জড়িয়ে ধরে।
এভাবেই তো
প্রতিদিন
মিষ্টি মধুর
যাচ্ছে দিন।