কবির খাতায় নাম লিখেছি
যদিও কবি নই
কবির মতো ভাব জমেছে
চিন্তায় ডুবে রই।
কবি হবার স্বাদ জেগেছে
ভাবছি শুধু ভাবছি
মনের আকাশে যা ভাসছে
সবগুলোকে আঁকছি।
কারো কাছে লাগবে ভালো
কারো কাছে মন্দ
এসব আমার যায় আসে না
লিখব আমি ছন্দ।
কবি হবার স্বপ্ন দেখি
নামের জন্য নয়
সত্য কথা যাবো লিখি
তেতো যদিও হয়।