আকাশের পানে চাই, গোনাহে ডুবি যখন
রবের রহম সেথায় খুঁজি
চোখের কোণে ভাসে হিসেবের খাতাখানা
আমলে শূন্য দেখি পূঁজি।
ক্ষমা করে দাও প্রভু, মাফ করে দাও
নিস্পাপ হয়ে যেন নয়ন বুজি।
তোমাকে ডেকে মালিক, হই নিতো ব্যর্থ
জীবনে দিয়েছো কতো বরকত
এবারের চাওয়া শুধু, গোনাহ থেকে মুক্তি
তোমার ভালবাসার সব জহরত।
তোমার রহম থেকে দিওনা ওগো মালিক
শূন্য হাতে ফিরিয়ে
কোথায় যাবো বলো, তুমি ছাড়া কে আছে
যদি তুমি দাও তাড়িয়ে
পাপের হিসাব ছেড়ে, তোমার রহম ঢেলে
পরম মমতা দিয়ে নাওগো ডাকি।