কিছুদিন ছিলো মোর কবিতার ছুটি
প্রতিদিন পাতে জুটে সরকারি রুটি।
অনেকদিন পরে এলাম কবিতার বাড়ি
কবিতা রাগ করে দিলো আমায় আড়ি।
রাগ তার ভাঙ্গাতে অনেকক্ষণ লাগে
হাসিমুখে তার পর একটুখানি জাগে।
কবিতা বলে আমায় কোথায় ছিলে ওরে
তুমি ছাড়া একা একা কতো ছিলাম ডরে।
আমি বলি ওরে বোকা নেই আর ভয়
একসাথে চলি যদি হবে মোদের জয়।