বর্বরতার করুণ দৃশ্যে
বুকটা শুধু কাঁপে
ছিন্নভিন্ন মানব লাশে
ভীড় করেছে নাফে।
হাত কেটেছে পা কেটেছে
জ্বালিয়ে দিছে দেহ
নির্বিচারে মরছে মানুষ
নাইযে দেখার কেহ।
আর্তনাদে বাতাস ভারি
রক্তে ভাসে আরাকান
অপরাধটা হলো তাদের
নামে তারা মুসলমান।
নোবেল পেয়ে রক্তচোষে
রাক্ষুসে অং সুচি
তাহার কাছে মানুষ হত্যা
নিত্যদিনের রুচি।
বিশ্ব মোড়ল রঙ্গীন চোখে
দেখছে বসে রঙ্গ
আর কতো মরলে মানুষ
জাগবে জাতিসংঘ।
জীবন নিয়ে পালিয়ে যারা
বাংলাদেশে আসে
খাদ্য কাপড় সহযোগীতায়
দাঁড়াই তাদের পাশে।
মজলুমানের পাশে দাঁড়াই
ঐক্য গড়ি মুসলমান
প্রতিবাদে বেড়িয়ে পড়ি
স্বাধীন করি আরাকান।