নতুন করে সাজলো আবার
    দিনের পঞ্জিকা
বিদায় বছর থেকে মোদের
  কি হয়েছে শিখা?

কেমন করে সাজ করেছো
   নতুন বছর রুটিন
নিয়ম মাফিক না চলিলে
   জীবন হবে কঠিন।

নতুন বছর জীবন গড়তে
    সাজাও ভাবনা
জীবন তোমার ভালো যেতে
     করো কামনা।

কিছু দিন দাঁড়াও তুমি
  গরীব দুখীর পাশে
দেখবে তুমি দুঃখ ভুলে
   তারাও তখন হাসে।

কিছু সময় কাটে যদি
  ঐশি বাণী পড়ে
আলোকিত মানুষ হয়ে
  উঠবে তুমি গড়ে।

কিছু সময় কাটাও যদি
  দ্বীনের সকল কাজে
জীবন থেকে পালিয়ে যাবে
  আছে যতো বাজে।

রুটিন মতো করো যদি
তোমার সকল কাজ
আলোকিত মানুষ হবে
পড়বে মাথায় তাজ।