৮২ বার আল্লাহ বলেন
নামাজ পড় মুমিন
নামাজিরা হাটে যেথায়
দোয়া করে জমিন।

খালিস মনে নামাজ পড়
জীবন হবে খাঁটী
নামাজ বিহীন অন্তরেতে
ইবলিশ করে ঘাঁটি।

নামাজ যাদের নিয়মিত
রবের বিধান মতে
ফেরেশতারা বিছিয়ে দিবে
গালিচা তার পথে।

খুশুখুজুর নামাজিদের
পাপ হয় দূর
চেহারাতে ফুটে উঠে
জান্নাতি নুর।

নামাজ হলো আখেরাতে
জান্নাতের চাবি
মুসলমানের নামাজ পড়া
ঈমানের দাবী।