মতলব আলী মাতম্বর
অনেক বেশী রাগি
পকেট গরম করে দিলে
পার পেয়ে যায় দাগী।
মাতম্বরকে হাত করিলে
পক্ষে যায় সবি
তিন তালাকে হয়না ছাড়া
ঘরে তোল বিবি।
সত্য মিথ্যার ধার ধারেনা
খুশি করে দিলে
যতো বড়ই পাপ করে যাও
বিচার পক্ষে মিলে।
মতলব আলীর কুমতলবে
সমাজ হয় নষ্ট
সঠিক মানুষ রাস্তা ভুলে
চলে তখন ভ্রষ্ট।