মসজিদ হলো ইবাদতের
সেরা স্থান
মসজিদেতে গেলে হয়
তাজা প্রাণ।

পাঁচবার যারা যাবে  
মসজিদে
শান্তিতে ভরে যাবে
তার হৃদে।

যাদের হৃদয় মসজিদে
ঝুলে রবে
কিয়ামতে আরশ নিচে
আশ্রয় হবে

মসজিদে নামাজ পড়
খাটি দিলে
খাটি দিলে ইবাদতে
আল্লাহ মিলে।