গহীন আঁধারে কিরণের আলো লুকিয়ে যেথায় রয়
তুমি তো বলেছিলে আঁধার দেখে নেই ভয় নেই ভয়
আঁধারের বুক ছিঁড়িয়া দেখো আলোকিত হবে ধরণি
জ্বলমল আলোয় সুবাসিত হবে দিঘল আঁধার রজনী।
তুমি তো সেদিন হতাশার ঘোরে জাগিয়েছিলে আশা
দেখেছিলো জাতি জুলুমের তরে তোমার উচ্চ ভাষা
তুমি তো সেদিন ঘুমন্ত জাতিকে জাগ্রত করে তুললে
মিথ্যার প্রাসাদ ভেঙ্গেচূরে তুমি সত্যের প্রাসাদ গড়লে।
তুমি তো যেদিন শ্লোগান দিলে এক আল্লাহ জিন্দাবাদ
সেদিন থেকে এ জাতির কাছে কবি ফররুখ সিন্দাবাদ।