কিছু কবির ভাবনা যেন
মহাপন্ডিত তারা
কবির জগত শূণ্য যেন
তাদের লেখা ছাড়া।

তাদের লেখার অনেক মূল্য
তাদের অনেক নাম
তাইতো তারা অন্যের বেলা
দেয়না দেখো দাম।

নাম ফুটাতে ঘুরে যারাই
নামী কবির পিছে
সে কবিদের আগাগোড়া
সকল কিছু মিছে।

যারা দেখো হিংসা নিয়ে
কাটায় সারাবেলা
একটা সময় ধ্বংস হয়ে
থামে তাদের খেলা।