আঁধার ছিঁড়ে আনতে আলো
জাগ্রত হও তুমি
থেকো না আর ঘুমি

আঁধার জীবন গড়তে ভালো
প্রত্যয়ী হও তুমি
বিজয় দিবে চুমি।

আঁধার সমাজ গড়তে হলে
বিপ্লবী হও যদি
পাবে তখন গদি।

আঁধার পেরিয়ে জয়ী হতে
সাহসী হও যদি
হারবে পাহাড় নদী।