সাঁঝ করেছে
বাজ পড়েছে
ঝড় এসেছে
গাছ পড়েছে
বান এসেছে
খাল ভরেছে
ধান পচেছে
মাছ মরেছে।
কৃষক কাঁদে
বসে বাঁধে
ঋণের বোঝা
নিয়ে কাঁধে
কৃষাণী ঘরে
বসে কাঁদে
খাবার জন্য
কিযে রাঁধে।
বিত্তবান হাসে
যায়না পাশে
গরীবের লাশে
দুর্গন্ধ ভাসে।