গাঁও গেরামের দস্যি ছেলে
কোথায় গেলি বল
দাড়িয়াবান্ধা ও গোল্লাছুট
খেলবো মাটে চল।
নদীর মাঝে চলনা ছুটি
করতে ডুবাডুবি
নদীর মাঝে সাঁতার কেটে
কত্তো মজা পাবিই।
দস্যি ছেলে কোথায় গেলি
ধরবি নাকি মাছ
জাল ফেললে খালেবিলে
দেখবি মাছের নাচ।
কোথায় গেলি দস্যি ছেলে
পাইনা কেনো খুঁজ
পাড়াটা যে শান্ত এখন
শান্ত থাকে রোজ।
কোথায় তোকে খুঁজবো বলো
কোথায় খুঁজে পাই
তোর কারনেই গ্রাম বাংলার
আনন্দ আজ নাই।