আকাশপানে নিত্য ভোরে
উঠে নতুন সূর্য
বলছে হেসে পাখির মতো
কন্ঠে তুলো তূর্য।
পাখির মতো বেড়িয়ে পরো
দেখতে ধরার সাজ
দেখবে তখন খোদার গড়া
নিপুণ কারুকাজ।
দেখবে তুমি রঙীন সাজে
প্রজাপতির দল
ফুল কাননে ছুটছে তারা
করছে কোলাহল।
দেখবে তুমি পর্বতমালায়
সচ্ছ ঝর্ণাধারা
প্রকৃতির ঐ রূপেরমোহে
হবে পাগলপারা।
দেখবে তুমি সাগরপানে
জোয়ারভাটা হয়
ভালবাসা বিলিয়ে দিয়ে
মন করে নেয় জয়।