বৃষ্টি পড়ে গানের তালে
বৃষ্টি পড়ে হরদম
বৃষ্টি পড়ে টিনের চালে
বৃষ্টি পড়ে ঝমঝম।
বৃষ্টি পড়ে বৃক্ষ মাঝে
বৃষ্টি পড়ে পাতায়
বৃষ্টি পড়ে রাস্তাঘাটে
বৃষ্টি পড়ে ছাতায়।
বৃষ্টি পড়ে উঠুন ভরে
বৃষ্টি পড়ে চালায়
বৃষ্টি পড়ে খালে বিলে
বৃষ্টি পড়ে নালায়।
বৃষ্টি পড়ে ছন্দ সুরে
বৃষ্টি পড়ে মনে
বৃষ্টি পড়ে টাপুরটুপুর
বৃষ্টি পড়ে বনে।