রোদের দিনে বৃষ্টি ঝরে
বদলে গেছে ঋতু
বদল ঋতুর বিড়ম্বনায়
মানুষ চরম ভিতু।
শীতের সময় গরম বায়ু
বইছে অবিরত
আবহাওয়ার বদল দেখে
বাড়ছে মনে ক্ষত।
ফুলের সময় ফুল ফুটেনা
হুল ফুটে তায় ঠিক
মিথ্যা কথায় টিকটিকিরা
সাক্ষ্য দেয় ঠিকঠিক।
মানুষ এখন খুঁজে বেড়ায়
পাপের পথে পুণ্য
লোকদেখানো আমল করে
খাতায় জমা শুণ্য।
রাষ্ট্র সমাজ বদল সব-ই
ভালোর পথটা রুদ্ধ
পদে পদে অসৎ নীতি
যায় কি হওয়া শুদ্ধ।
ভালো খারাপ যায়না বুঝা
যায়না বুঝা মন্দ
কালো জিনিস ময়দা মাখা
লাগায় মনে ধন্দ।
কেমন করে ভুলের পথে
মিলে সরল পথ
কেমন করে শান্তি আসে
হওনা যদি সৎ।
সুখের সমাজ গড়তে হলে
সত্য জীবন গড়ো
আযাযিলের পথটা ছেড়ে
রবের রশ্মি ধরো।