বিজয়ের দিন এলে বিজয়ের গান
ইহা যদি দেশপ্রেম তাহলে কি ভান
সারা বছর কেটে যায় নাই তার খুঁজ
বিজয়ের দিন এলে চলে ভূরিভোজ।
বিজয়ের ঢাকঢোল বিজয়ের দিনে
এই দিন চলে গেলে কে কাকে চিনে
এই দিনে বেড়ে যায় শহীদের কদর
ফুল যায় বেদিতে শোকে সব কাতর।
সারা বছর কেটে যায় রঙ ঢঙ ছন্দে
খোঁজ নেই কতজন অনাহারে কান্দে
রাজনীতির যাঁতাকলে কারো নেই রক্ষে
কেউ হয় দেশদ্রোহী কেউ দেশ পক্ষে।
কতো যুগ চলে যায় বিজয়ের পর
কেউ হল দেশপ্রেমী কেউ হল চর
এভাবেই চলে দেশে কতো সমাচার
কেউ হয় সাধু আর কেউ রাজাকার।
বিজয়টা হয়ে গেছে রাজনীতির খেলা
বিজয়ের সাথে আছে ক্ষমতার ভেলা
জনগণের মুখে তাই শুনা যায় প্রবাদ
কখন কি পাওয়া যাবে বিজয়ের স্বাদ।