পরাধীনতার জিঞ্জির হতে মুক্ত হওয়ার জন্য
রণাঙ্গনে ঝাপিয়ে পরে স্বাধীনতাকামী সৈন্য
তাদের সাথে বীর বাঙ্গালী অস্ত্র নিলো হাতে
যুদ্ধ করলো বীরের জাতি পাকিস্তানের সাথে।
একাত্তরের ছাব্বিশে মার্চ রণাঙগনের যাত্রা
পাকিস্তানের বর্বরতা ছাড়িয়ে গেলো মাত্রা
বীর বাঙ্গালী জীবন দিলো স্বাধীনতার জন্য
দেশের তরে শহীদ যারা জীবন তাদের ধন্য।
পাকিস্তানি ভড়কে গেলো বাঙ্গালীদের কাছে
বাংলা ছেড়ে পালিয়ে গিয়ে জীবন নিয়ে বাঁচে
স্বাধীন হলো মাতৃভূমি পরাধীনতা হলো শেষ
ডিসেম্বরের ষোল তারিখ বিজয় পেলো দেশ।
রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বিজয় নিশান উড়ে
অশ্রুচোখে উল্লাস চলে বাংলার ঘরেঘরে
বিশ্ব মাঝে জন্ম নিলো নতুন একটি দেশ
রূপের রাণী মাতৃভূমি সোনার বাংলাদেশ।