ত্যাগের মহান শিক্ষা নিয়ে
ঈদ এসেছে ঘরে
প্রিয় জিনিস বিলিয়ে দাও
মহান রবের তরে।
আনন্দের-ই ঝর্ণা নিয়ে
ঈদ এসেছে আবার
অনাহারীর মুখে সবাই
দাওনা তুলে খাবার।
সাম্য ন্যায়ের সোপান দিয়ে
ঈদের বার্তা পাই
সব ভেদাভেদ ভুলে গিয়ে
ঐক্যের গান গাই।
ধনী গরিব নাই ভেদাভেদ
নাই যে যেথায় জিদ
এমন সমাজ গড়বে যেথা
সেথায় আসল ঈদ।
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে
সবার পাশে দাঁড়াই
কাছে পেলে জরিয়ে ধরে
ঈদ মোবারক জানাই।