রক্তাক্ত বাংলাদেশ
ধন্য হয়েছে জননী তোমার
ধন্য হয়েছে ধরণী,এ মৃত্তিকা।
তোমার মাঝে খুজে পেলাম মানচিত্রে,
বাঙালির এক নতুন ঠিকানা।
তুমি জাতীর জনক, বঙের বন্ধু।
দিয়েছো লাল সবুজের দেশে,
পদ্মা, মেঘনা, যমুনা।
কি করে ভুলিবো তোমায়!
তুমি ছিলে বাংলার নব জাগরণ
বাঙালির হৃদয়ে শেষ প্রেরণা!!
পনেরো আগস্ট কালো রাত
বুলেট বৃষ্টিতে চারদিক স্তব্ধ।
ফযর বেলারওয়াক্ত।
পাজর ছেদিয়া রক্তাক্ত
মুজিব রক্তাক্ত !
অবশেষে নিয়ে প্রাণ,
জাতীকে করিল ম্লান।
ঐ সে নির্দয় মোশতাক ,
সামরিক পাসন্ড প্রাণ!!