মহিমান্বিত এক রাত
পবিত্র লাইলাতুল ক্বদর।
এবাদতে মশগুল বান্দা
পড়ে কুরআনের আয়াত।
মহিমান্বিত এই রাতে
পাহাড় সমান গুনাহ নিয়ে-
বান্দা হাজির হয় খোদার শনে।
অশ্রুজলে চেয়ে নেয় মাফ।
হাজার মাসের চেয়ে উত্তম
পবিত্র লাইলাতুল ক্বদর।
ইবাদতে পরিপুর্ণ হয় যেনো-
তোমার হাশর নশ্বর।
করো তাসবীহ তাহলীল,
জিকির আজকার।
ইয়া রাহমান ইয়া রাহিম।
তোমার দয়া অপরিসীম,
রাব্বুল আলামীন।
আমি পাপী বান্দা
তোমার রহমত ছাড়া।
সকলেই দিশেহারা।
রহম করো রহম করো,
তোমার এ বান্দারে।
তোমার রহমত বিনে
কেউ নাজাত পাবে না
সেই দিন রোজ হাশরে।
মহিমান্বিত এই রাতে
তোমার আদেশে ফেরেশতারা-
আসমান জমিনে,করে রহমত বর্ষণ।
হাত্তা মাতলাইল ফযর।
আমার গুনাহ মাফ করে প্রভু-
দাও নাজাত,জান্নাত পরকালে।