কোরবান আলী কুরবানী দিবে,
ধূসর রং এর গরু কিনবে।
খোদার রাহে উতসর্গ দিবে,
লাগুক যত টাকা করি।
আছে কোরবান আলীর ,
অঢেল টাকা ভুরি ভুরি।
লাখ টাকার মধ্যে কিনবে,
এলাকা ফাটিয়ে দিবে।
গরুটা তার হওয়া চাই,
পরিপুর্ণ মাংসে ঠাসা ।
গরিব দুঃখী যতই দুয়ারে আসুক
আর করুক যত গো-মাংসের আশা ,
সবই তাদের হবে মিছে আসা।
মাংস কি আর,
কাউকে বিলিয়ে দিবো?
ডিপ ফ্রিজে ঠেসে নিবো।
কোরবান আলী
কুরবানী করেছে,
করেছে বনের পশু জবাই।
বুজবো কি করে দিন দুপুরে,
হলো কি কুররবান আলীর
মনের পশুর রক্তবিহীন জবাই।