বৃষ্টিতে ভিজেছে মন
ভোরের আলোয় বাধ ভাঙা
আনন্দ আগমন
তবুও কেন একটু কালোমেঘ
বুকের ভিতর চাপা কান্না
যেন ঠোটের কোনে মায়া জড়ানো
মুচকি হেসে দেখা দেয় নবান্য
মানুষ গুলো কেন খুযে বেড়ায় প্রনয়
করে সামান্য সুখের সন্ধান
দিন গিয়ে রাত,আসিবে অন্ধকার-
প্রবল ঝরো হাওয়ায়
তবু খুজি কেন আশার আলোয়
হঠাত বুকের মাঝে ব্যাথার প্রলয়
সব হারিয়ে হৃদপিন্ডটা নীল হয়
কিছু সংকা কিছু জরতা
তুমি আমি খুজে বেড়াই
কে নিয়ে আসবে খুসির বারতা
নিয়তির কাছে ছেড়ে দিয়ে
জেনে নিলাম কবে আসবে
দিগন্ত ছুয়ে সুখ পাখিটা
মন ছুটে যায় দিগন্তে
মাঝেমাঝে করি উচ্ছাস
মনে হয় সুখ পাখিটা চারিপাশ
তবু কেন অন্ধকার আশপাস
আমি পেতে চাই আনন্দে কারাবাস
নয়তোবা ঐ দূর পরবাস
তবু কেন একটু কালো মেঘ
ভুকের ভিতর চাপা কান্না
আমি চিৎকার করে নির্বাক হয়ে যাই
তুমি আমি সুখ নিয়ে -
জানালা দিয়ে অযথা পালাই।
যদি হত সেই দিন আমাতে বিশ্বাস
বুকবরা নির্গত সস্তির নিঃশাস
অযাচিতভাবে ফেলে আসা-
সুখের দীর্ঘশ্বাস ।