বড় একা একা লাগে মন শুধু তুমি ছাড়া
পৃথিবীটা শূন্য আমার পাগল পারা
এ জীবনে সংগি শুধু আকাশের ঐ ধ্রুব তারা
বড় একা একা লাগে মন শুধু তুমি ছাড়া
পৃথিবীটা শূন্য আমার পাগল পারা
প্রেমহীন জীবন ভাবে শুধু মন মরিচিকার কবলে
তুমি ছাড়া যায়কি বাচা এ বসন্তের অনলে
পোড়ামন পুরছে বারেবার তুমার বিহনে
তুমি এসে দাওনা দেখা মনের ফাগুনে
মনটা শুধু খাঁখাঁ করে তুমি ছাড়া
মৌমাছি মধু খোজে ঐ ফুলের পরাগে
তেমনি আমি তোমায় খুজি এ মন মাজারে
পোড়ামন তোমায় না পাইয়া
একলা মনে গেলাম শুধু দুঃখেরই নাও ভাইয়া