বাবরি মসজিদ ভেঙ্গে যারা মুসলিম নির্যাতন করে!
তারাই আবার আওয়াজ তুলে  হিন্দু বাচাও বলে!!
সাম্প্রতিক দায়ে যারা মুসলিম হত্যা করে!
ঔ সংখ্যালুঘু বলে যারা মুসলিম নিধন করে!
তারাই আবার আওয়াজ তুলে হিন্দু বাঁচাও বলে!

আরে মরলো মারলো হিন্দু মারলো,ভাঙ্গল মন্দির!
এই গুজব রটিয়ে তারা করে উশৃংখল!
তাদের কি করে বোঝাবে বল -ঐক্যের বন্ধন!

আমরা আছি বাংলাদেশী - হিন্দু মুসলিম সবে!
ভারতীয়রা মিথ্যা গুজবে -হুলস্থুল করে!।
কয়টা মন্দির  ভেঙ্গে বাংলাদেশে -
মসজিদ মুসলিম গড়ে??

পাশের দেশে মসজিদ ভেঙ্গে মন্দির তুলে!
মুসল্লির  দাড়ি ধরে টানে!
তারাই আবার আওয়াজ তুলে -
হিন্দু বাঁচাও বলে!

ভারতের ঐ মিডিয়াই -মিথ্যা সংবাদ শুনে!
হিংসা বিদ্বেষে জ্বলে মরে দূরের মানবকুলে!
সত্য যদি এসে দেখতো - তবে থাকতো সবে বাংলাদেশে!!