কষ্টে আমার পাজরের হার!
মিশে যাচ্ছে দেহ!
অবাক হয়ে রই তাকিয়ে,
কিছু করার নেই যে আর এখানে!
ভাঙ্গছে আহারে আমার বাড়ি,,,
মনহয় ভাঙ্গছে হৃদয় টা,,
দুচোখে আজ কান্নার বন্যা!
চেয়ে চেয়ে দেখা ছাড়া ,
কিছু নাইতো করার!

হাহাকার করছে ভীতরটা,
কাউকে যদি দেখাতে পারতাম!
বাপদাদার জমিটুকু বলীন হচ্ছে,
চেয়ে চেয়ে দেখি,,,
তা ছাড়া কিছু নাই তো করার!