ধন্য আমি ভাবি নিজেকে যখন স্কাউট বলে আমাকে!
সকলের মুখে যেন থাকি বিপদে-আপদে,,
এই কামনা করি মনে মনে,,,
গর্ব আমার নিজেকে নিয়ে ব্যাডেন প্যাওয়েলের সৈনিক হিসাবে!
চলানো পথ যেন বয়তে পারে আমায় দ্বারা প্রজন্মে,,,
কালে কালে বহমান হয় যেন ব্যাডেন পাওয়ালের সম্মান,,,
করিয়াছে আবিষ্কার নতুন চিন্তা সেবার,,,,
গড়িয়াছেন সৈনিক প্রস্তুত সর্বদার!
বিপদ আপদে বুদ্ধিমত্তার সাথে,,
সফল হয় যেন নিজ কর্ম গুনে,,,,
সকল কাজে পারদর্শী সে,,,,,,
ব্যাডেন পাওয়েলের সৈনিক যে।
প্রেমাময়, ভালোবাসা,,,,,,, নীতি নৈতিকতায় ভরা,,,
যার জীবনের পথ চলা, ব্যাডেন পাওয়েলের সৈনিক তারা!
জীবও যাকে বন্ধু বলে ডাকে,,,,
ভালোবাসায় আগলে রাখতে চায় সর্বলোকে,,,,
নম্র,,,,, সদয় বিনয়ী দেশপ্রেম যার জীবন,,,
ব্যাডেন পাওয়েলের সৈনিক সেজন!
আদর্শ জীবন ব্যাডেন পাওয়েলে সৈনিক যেজন,,
আমি গর্বিত ব্যাডেন পাওয়েলের সৈনিক বলে,,,
আমি আনন্দিত সকলের সেবায় প্রস্তুত থাকবে বলে!
সকলের ভালোবাসা আর ভরসা পেয়ে,,,,
উল্লাসিত হবে আমার জীবন,,,,,
শ্রদ্ধা ভরে করবে স্মরণ বিপদে,,
এতোটুকু চাওয়া ছিল, পূর্ণতা পেলে,,,
ব্যাডেন পাওয়েল তোমার জন্য!
ধন্যবাদ পাওয়ালকে সম্মানিত করার জন্য আমাকে !