যখন রবে না আমার দেহের ছায়া!
মিলবে না আর আমার কথা!!
তখন না হয় আমার কথা,
কইরো মনে!!

আমার কথা মনে হইলে-
দু হাত তুলে খোদার কাছে!
চাইও মাফ আমার নামে!!

যখন দেখবে না আমার এই মুখ!
তখন হবে কি বল শূন্য সুখ,, শূন্য সুখ!
শূন্য সুখ!

ভরা এ মুখের হাসি,,মুখের কথা!
শূন্য হলে বোঝি পাবি ব্যাথ্যা!
তবুও তাতে যদি হয় শূন্য সুখ!
বেজায় কালেমা লেপে!
চল হারিয়ে যাবো অনেক দূরের শহরে!