আমার ঘুম আসে না রাতে!
মা - তোর মতো কেউ হাত বুলায় না চুলে!
প্রতিটা রাত আমার যায় প্রহর গুনে!
কবে দেখা হবে? - আবার তোর সাথে!!

তবু এই অসময়ে মধ্য রাত -চারিদিক অন্ধকার!
ঘুমের সময় টুক - আমি কল্পনা করে যাই তোর মুখ!
তোর চেনা কন্ঠস্বর - চেনা ওই কাপড়ের রং!
আমি বহুদূর হতে -আমি বহুদূর হতেই - মা।!
আমি তোকেই খুজে পাই!!

আমি সহস্রবার ফিরে যেতে চাই!
আমি হাজার বার  ফিরে যেতে চাই!।
মা - তোর হাতের নাগালে!!

তোর মতো কেউ রাখে না খবর?
এই ছেলেটার!
আবেগে বিবেকে ভেঙ্গে হয় নির্জনে একাকার!
তবু ছন্নছাড়া,
এই ছেলেটা এখনো মায়ের কোল খুজে!
চার দেওয়ালের মাঝে এই মধ্য রাতে -
ছেলেটা মা - মা বলে, চিৎকার দিয়ে কাঁদে.!!
শুধু ছেলটাই জানে!!!!
শত বিষন্ন ব্যাথ্যা বুকে চেপে!
নিঃশব্দে চিৎকার করে কান্নার যন্ত্রণা!