নবীন্য বরন্য কৌশল্য অভ্যার্থনা,,,
গগনে গরজে অসল্য প্রাধান্য,,,,
দিবানিশী কোন্দল, অহংকার অন্ত।।।

কে বড় কে ছোট হইতাছে বড়াই,,,
মনের খুশিতে শক্তির জয়!
প্রাধান্য সম্পদ শক্তি রুপ,,,,

যান্ত্রিক মরন করিবে বরণ,,,
নিম্ন মধ্যে উর্ধ্বে গমন।।।

সম্পদ রাশি রাশি,, পাপিষ্ঠা ব্যাক্তি,,।
উদারে কত টুকু হালাল যুক্তি।
অলস্য দিবাদিবে গরিষ্ঠ,,,
যান্ত্রিক সমহরে করিতেছে বরন্য।

প্রবীন নবীন সম স্বরে,,,,
সম্পদ আক্ষেপ মনমনে।।!
মরণ কোলে বরণ করে বৃদ্ধ ব্যাট্যা,,,
কান্না করে!
হায়,, হায়,,,, করিতেছে ভুবন ভর,,,,,
কষ্ট দিনরজনী সাফল্য তার।।।

কঠিন্য দিবা নিশি করিয়া কর্ম,,,
অনাহারে আশ্রয়ে মরণ বরণ,,,,
অতিশয় প্রিয় দ্বিতীয়া প্রজন্ম!

সম্পদ বরন্য সৃষ্টির আহ্বান,,
সুখ পরিহরি কাটাবি শেষ দিনখন,,,
সৎ পথে চরন পরিবে না খাটি!
অলস্য দিনদিন করিবে বড়াই।।
অহংকারে অনাসৃষ্টি অপকর্মের -
প্রকাশ্যে করিবে অবিচার দুনিয়ায়!

ধনবিনা কষ্টে পরিহর সুখ,,,,
মরন হইলেও হবে না দঃখ!
কামনা বাসনা মরণের থাকিবে সর্বাত্মক!
মরন হবে তার মনের  আশা সার্থক।

সমকালে ভুবন মাঝে যোগ্য লোক
লঘিষ্ঠ সাঝে!
কালে কালে বহমান,,,,
কালোসম্পদ বাজারজাত!

নবীন, প্রবীন, বৃদ্ধা বাসনা !
স্বহস্ত করিতে নির্মাণ প্রজন্ম বসে খাক!
সম্পদ পাহাড় গড়ি ,,,,,,
প্রয়োজন না খেয়ে যাক মরি!
নিদারুণ নিষ্ঠুর সম্পদশালী,,,,
হারাম হালাল পরদেশী।
সম্পদশালী সেই ঙ্গানী!
হোক মহাকালের ঙ্গানহীন,,,
সম্পদ থাকিলে সীমাহীন,,,,
ঙ্গানীগুনি,,,,,,, বিঙ্গ সম্পদ যার অধিস্থ।

সৃষ্টি কর্তা জপি জপি,,পরি পরি  মরি  মরি,,,,
বাহনা করি সম্পদশালী,,,,
হস্তে দিয়া ভিক্ষার থল,,,,
ধনী করে ছল!।
ছল ছল কাহিনী রটিয়া গেলো!
গরিব ঘরে জন্ম নেওয়া মহাপাপ মনে করি!

সুধিত ভুল,,,,,, করি মশগুল,,,
সৃষ্টি হওয়াটা নইকো ভুল,,,
ধ্বংস তার নিত্যান্তই মূল।

রনে জঙ্গলে ভিতর বাহিরে,,,
সৎ সম্পদ আনি বয়ে,,,,,
সুখপরিহরি কাটি দিন কিছু !
শেষ হইলে তো রাখতে হবি সবি,,,
চলবো আপনাআপনি,,,,
দেহখান তাও রইবে ভূবন তল পরি,,,
বৃদ্ধা কালে কান্দান ঘুচিবে না শাপমোচন!

করিবে অপচয় বেশি সম্পদ,,,, ,
নিশ্চয় কিছু পাপ  ভাগে যায়!
ধন্য হলেও মরণ,,, ধীরে ধীরে জঘণ্য হবে স্মরণ,,,।
হইা না চাও নির্দিষ্ট হালাল করো আয়!

সম্পদ পাপ অতিশয় নিশ্চয়,,,
যতো বেশি সম্পদ রাখিল জমে,,,,
তত পাপ জমিল নিজ কপালে !