দিনে দিনে বাড়ছে বয়স!
চুলে ধরে পাক!
কয় দিন পড়ে খসে পড়বে!
যত্ন রাখা দাঁত।

আস্তে আস্তে পড়বে টলে,
পিঠের সোজা হার।
টানটানা ত্বকে ভাজ পড়িবে,
কমবে চোখের জ্যতি।

বদলে যাবে মতি গতি,
মুখে রবে কি না জবান।
তাওতো সঠিক জানি না।

সাথে যারা হয়ছে বড়,
কয়জনে বা আছে?
সেই দিন জন্ম নেওয়া ছেলেটাও,
ছাড়লো এই পৃথিবীটারে।

[রচনা চলমান)