শিক্ষক এখন জোকার হওয়ার নিচ্ছে প্রশিক্ষণ!
জোকারের শিষ্য জোকারই হবে-এটাই বাস্তব নিয়ম!
যুদ্ধে করে পড়লে পড়া,, করবে বলে শিক্ষকতা!
এখন দেখি ও বাবা! পড়ার কি দরকার ছিল? -
নাট্য মন্ঞ্চে কাটালে বেলা-শিক্ষকতা বড়ই সোজা!
বাবার টাকা খরচ করে -করলে পড়ালেখা!
সেই বিদ্যা দিতে নাই পারো শিক্ষা -কিসের শিক্ষক তোমরা!
এমন শিক্ষক হওয়ার চেয়ে মুচি হওয়াই ভালো !
লোকে সম্মান না করলে হাসবে না কভু সামনে।
শিক্ষক এখন হাসির পাত্র -জোকারের সমতুল্য!
শিক্ষা - এখন চরম পর্যায়ে ছাত্র মারে শিক্ষক কে!
শিক্ষক যদি সম্মান -রাখতে চাও শিক্ষকতার মান!
রানীর রাজ্যে মুচি হও - নয়তো অন্য জায়গায় করো প্রস্থান!
জোকারের ব্যবসা ছেড়ে -যাও করো কৃষি কাজ!
সম্মান না পেলেও হাসবে না লোকে!
আফসোসই তোমার প্রাপ্য সম্মান!