কোথায় তোমরা স্বাধীন দেখো?
আমি তো দেখি না!
কোথায় তোমরা গনতন্ত্র দেখো!
আমি তো দেখি না!
আমি তো আজও শাষন দেখি!
দেখি অন্যায় অবিচার!
আমি আজও কানে শুনি -
পথে ঘাটে পথচারীর হাহাকার,
আর্তনাদ!
আজও কানে ভাসে,
নারীর সর্বস্ব লুটে নিচ্ছে লোকে!
আজ পতিতালয় স্থান পায়,
পবিত্র এই স্বাধীন দেশে!
আজ রাজাকার নয়, আল- বদর, আল সামস নয়!
নয়তো পাকিস্তানী!
আজ দেশের মানুষী বহুরুপী!
আজব এই বাঙালি!
বাংলাদেশ স্বাধীন হয়নি - পেয়েছে শুধু নাম!
বাংলাদেশ গনতান্ত্রিক হয়নি - পেয়েছে শুধু মান!
বাংলাকে আজ ধিক্কার জানায়!
বাঙালির আচারণে!
হায়রে অবুঝ বাঙালি!
স্বাধীনতা লাভ করেও, পেলি না স্বাধীনতা!