আকাশে আজ খুব মেঘ জমেছে!
জানিশ- এই মেঘে যে বৃষ্টি হবে!
ঝড়বে  তাতে অনেক সৃষ্টি।

ডুববে বাড়ি,ডুববে ঘর -
ডুববে বাংলার জমিন!
বিশ্ব মানচিত্রে হতে মুছবে-
এ বাংলা!
বিলুপ্ত হবে হয়তো!

কাঁদিস নারে - ও খোকা!
ঘুমিয়ে আছিস কবরে!
শহিদ তোরে নাম দিয়েছি!
সন্তুষ্ট থাক তাই নিয়ে!

যে পতাকা পেয়েছি - তোর জানের বিনিময়ে!
সেই পতাকাটা খুব যন্তে রেখেছিলাম!
এখন পাচ্ছি না খুঁজে!!

হঠাৎ একদিন দেখতে পেলাম!
লোভী ইদুর মাঝ বরাবর দিছে ছিড়ে!
এতো সাধের পতাকাটা রাখতে পারলাম না যত্নে।