কোনো ব্যাস্ত রাস্তার পাড়ে!
ফুটওভার ব্রীজের নিচে!
আজো কত পথ শিশুর পেলাম দেখা!!

না,না,না, ওরা ছিনতাই কারী নয়!
নয়তো চোর বাটপার!
ওরা পথ শিশু! ওদের পেটেও ক্ষুদা লাগে!
তাই তো ওরা এমন করে!!

চোর বাটপার, ছিনতাই কারী তো তারা!
যাদের জন্য -আজ ওরা পথ শিশু!!
নিকৃষ্ট জানোয়ার ওরা - যাদের কারণে-
আজ ওরা পথ শিশু!

তাহলে প্রশ্ন করো?
এতিম খানা কার জন্য?
যদি পথের দুপাশে আজো-
পথ শিশু আর্তনাদ শোনা যায়!
তাহলে এতিম খানায় কে থাকে?

যত আছে পথ শিশু -
দাও তারে এতিমখানায তুলে!
মুখোশের আড়ালে যত রয়েছে জানোয়ার!
জানোয়ার বলুক লোকে তারে!

পথশিশুর পক্ষে  এ আমার লড়াই!
অযথাই কেন গালি খাবে পথশিশু!
বাঁচার অধিকার তারও চাই!