দেখে পরের চোখের পানি -
আপনাআপন হৃদয় খানি -
মমতায় কাঁদে চুপিচুপি!
প্রকাশ করলে পরের ব্যথা-
লোকে বলে মন্দ না -
গভীরে নিশ্চয়ই কাহিনি রয়!!
জেনে যেন জানে না?
কি করে বোঝাই ওদের?
হৃদয় আমার পাথর না!
দেখিলে পরের ব্যথা -
ব্যথিত হয় নিজের মনটা!!
কষ্ট আমারও হয়, গভীর যন্ত্রণা!
পরের ব্যথায় ব্যথিত হই -
লোকে বোঝেও বোঝে না!
অবুঝ আমার এই মন -
সাঙ্গ দিল দুখের!
পরের দুঃখ ঘুচাতে গিয়ে আমি,
সবি দেখি মোর যাতনা!
আহা ! ওহে খোদা দয়াময়!
পার করো আমার নিদারুণ নিষ্ঠুর সময়!
তুমি ছাড়া কেউ নাই মোর -বাঁচানোর যুদ্ধা!
তুমিই খেলো - যতসব আছে জীবন খেলা!
তোমাতেই শুরু সব - তোমাতেই শেষ!