সাবাস বাংলা এগিয়ে যাও উন্নতির তালে!
চাল এখন শত টাকা দরে!
গরিব তুমি না খেয়ে যাও মরে,,
বেচে থাকুক ধনী,,, ফুটে উঠুক উন্নতির ছবি!

সাবাস বাংলা এক নেত্রী দিছে খাম্বা!
আরেক নেত্রী টানলো তার,,,
উন্নতির র্শীষে পৌছে যেতে বাঁধা নেই আর!
হোক না একটু লোডশেডিং!
প্রবলেম কি তায়?


চারিদিকে শূন্য দিয়ে,,,, করিতেছে উন্নতি,,
আমরা জনতা সর্বখন বকবক শুনি!
এটা দিবে ওটা দিবে বিদ্যুৎ ফেরী করবে!
কার লাগবে কার লাগবে!
আমরা সাধারণ প্রজা আমাদের সবার লাগবে!

ঘরে ঘরে বিদ্যুৎ নেত্রী তোমার দান!
মাস শেষ না হতেই কেনো,,
হাতে ধরিয়ে দেন উন্নতির এক গান!

কেনো আজও মোমবাতির দোকান খুজতে হয়!
দিশেহারা হয়ে কেরোশিন কুপি জ্বালাতে হয়?
তবুও মাস শেসে দরজায় করা নারে!
ইলেকট্রিশিয়ান!
অবুঝ আমরা সাধারণ প্রজা,!
ইহাই তো উন্নতির দ্বারা!
লোডশেডিং এ তাই আর নিবো না প্যারা!