জেনেও যাকে করা যায় না শেষ!
সেই তো অজানা রয়ছে বেশ!
শিরায় শিরায়  যার রহস্য লুকিয়ে!
কি হয় কি হয়!  
দু- ছাই,!মনের ভিতর পুষছি ভয়!
রহস্য অতলে কিছু অজানা রয়!

জানাজানি হবে কতো কি ভবে!
তবুও অজানা রবে!
রহস্য উদ্দঘাটন হলে বোঝা যাবে!
যতোটুক জেনেছি বুদ্ধিমানের হয়ে!
তার চেয়েও বেশি জানবে আমার বংশ ধরে!