নেতা গুলো আজ খাচ্ছে টাকা,
পাপাচারে ডুবে আছে আজ শত নেতা।
হয়তো আছে তাদের টাকার পাহার,
গরিবের উপর দেখায় অধিকার!
কত মাতা হচ্ছে সন্তান হারা,
তবুও তাদের দানের টাকা,
ভরে শুধু নেতার পকেটখানা!
কত গরিব মরে রাস্তা ঘাটে,
নেতাদেরই গাড়ির তলে পরে,
তবুও নাকি গরিবের জন্য নেতা!
নেতারা আজ অট্টলিকা পরে,
ঘুমিয়ে আছে এসির তলে,,,
গরিব আজ রাস্তা ঘাটে পড়ে আছে র্শীণগায়ে!
তবুও নাকি গরিবের জন্য নেতা।
খুঁজলে পাবে নাকো নেতা!
গ্রাম-গঞ্জে আজ থাকে কেডা?
সর্বনেতা বসত করে ঢাকা শহরে।
একদুতালা রাস্তা যেখানে!
গ্রামের লোক আজ সাইকেল কাঁধে,,
দিব্বি যাচ্ছে হেঁটে!
স্কুল কলেজ আর জনসভায়,
সবনেতা এসে হয় একাকার!
ভাষণ শুনে তাদের,
চোখের পানি পড়ে গরিব লোকের!
কত ওয়াদা দেয় তারা নিজ ভাষণে
সভা শেষে কে কাকে দেখে?
নেতারা খুবি সহজ সরল,,
মনটা তাদের বড়ই নরম,,
চরিত্র নাকি ফুলের মতো পবিত্র!
টিভি অন করে দেখো!
ধর্ষনে আজ নেতারাই জড়িত।
র্দুনীতি মুক্ত দেশ চায় সর্ব নেতা,,,
র্দূনীতির র্শীষে পাওয়া যায় কত নেতা!
হবে নাকো পুরণ সে আশা।
র্দূনীতিতে আজ নেতারাই সেরা!