নিকোটিনের ধোয়া আজ শান্তি দেয়!।
ডিপোজেন নামের ওই ঔষধটা আমায় মুক্তি দেয়!
কিছুটা সময় তবু মুক্তির আশায়!
আমি নেশায়,,নেশায় হই আসক্ত!

নিতেজ হয় বেড শিটে পড়ে রয়-
অচেতন দেহ খান যতক্ষন!।
ততোটা সময়ই শান্তি আমার-
ততোটা সময়ই মুক্তি!

ঔষধের মেয়াদ শেষ হতে না হতে!
মানসিক চাপে হৃদয়টা ভাঙ্গে!
মস্তিষ্ক বেয়ে ঘাম ঝড়ে!
আবার কখন মুক্তি মিলবে?
আবার কখন শান্তি মিলবে?


প্রতি পায়ে কাচের আঘাত,
হৃদয় পর্যন্ত পৌঁছে!
হৃদয়টা আমার ক্ষতবিক্ষত হয়ে!।
মুক্তির সময় খোঁজে!!