তোমার ঘরে যেদিন মরিবে কেউ!
অনাহারে- অবিচারে!
সেই দিন মূর্খ জাতির -টনক নড়িবে!
নামিবে রাজপথে!!

তুমি স্বার্থে দেখে রও ঘরে,
বলো- লড়ে কেন ছাত্র রাজপথে?

ওরে দেখ - মূর্খের ছেলে মূর্খ-
তোর সন্তানের জন্যই রাজপথে.
আর তুই ঘরের এক কোণে!

চুড়ি পড়ে থাক বসে!
যেতে হবে না রাজপথে!!



সময় থাকতে নেমে আসো রাজপথে!
ধূলিসাৎ করে দে -
ঔই বৈষম্যের যত দ্বার!!