বিশ্ব তুমি নন্দিত শত মূর্খের কারণে!
লজ্জিত হও বোঝি শিক্ষিতদের কবলে!
ওরা তো নয় শিক্ষিত পরের তরে!
ওরা শিক্ষিত শুধু কাগজে কলমে!
ওরা কলমের জোরে চুরি করে মূর্খের শত কর্ম!
বিপদে আপদে বোঝে নিজ স্বার্থ!
মূর্খের কর্মে ওরা পায় সম্মান!
ধিক্কার জানাই,অভিশাপ তাদের!
যে শিক্ষিত করে অদৃশ্যমান লুটরাজ!
ওরা বিবেক হীন,মেরুদণ্ড বিহীন!
নষ্ট জাতির রূপকার!
নিজের স্বার্থে রাষ্ট্রে বিলে-
শত অন্যায় -পাপাচার!
ধ্বংস হোক, বিনষ্ট হোক যত আছে বংশধর!
শিক্ষিত বিলুপ্ত হোক- মূর্খের হোক জয়!!