হতে চাই কবি আমি,
তাইতো খুজি প্রকৃতির ছবি।
যদি আমি হতে পারিতাম কবি,
কবিতা লেখে শোনাতাম তোমায়। 🙃
যদি ইচ্ছা জাগে মনে,
খুজি প্রকৃতির ছবি বনে বনে,
তবুও আমি পাইনি তার খোঁজ,
সে আমায় দেখে হয়েছে নিখোঁজ।🤔
হাজারো বইয়ের পাতা ভরে,
লিখিতাম আমি আবেগের কবিতা,
যে প্রকৃতিকে আমি ভালোবাসি কতটা।।।।🤣🤣🤣🤣